এট একটা ছোট সিনেমা। শর্ট ফিল্ম। আদনান মুতানসির এর লেখা চিত্রনাট্য ও পরিচালনা।
আমার কালেক্শানে কেন রেখেছিলাম ঠিক মনে নাই। আজ আবার খুলে দেখলাম। নতুন ছবি, খুব কাঁচা। আমাকে যদি বলতো একটা কিছু বানাও, আমি হয়তো এভাবেই বানাতাম। এরচে ভাল কিছু হোত না।
অন্যের কোন সৃষ্টি যখন দেখি তখন বড় পন্ডিতের চোখ দিয়ে বিচার করি। মনে রাখি না এটা একটা কাঁচা সমাজের একজনের হাতেকলমের কাজ। সমাজ ও দেশটার সবকিছুতেই কাঁচা কাজের ছাপ থাকবে। এছাড়া ব্যতিক্রম যদি কিছু দেখি সেটা অসাধারণ প্রতিভার কাজ, যাদের সংখ্যা খুব কম।