লতা মাঙ্গেশকার গত পরশু ৬ ফেব্রুয়ারি চলে গেলেন।
বিস্ময়কর এই লিজেন্ড এপর্যন্ত প্রায় ৩০ হাজার গান গেয়েছেন।
হিন্দি আর বাংলা মিলিয়ে বেশ কিছু গান আমি যতই শুনি সবসময় মন ছুঁয়ে যায়।
মন ভেজা গানগুলো থেকে কিছু লিস্টি করে এখানে সাজিয়ে রাখলাম।
১। এক পিয়ার কা নাগমা হে। সান্তষ আনান্দ গানটি লিখেছেন আর সুর করেছেন লক্ষ্মীকান্ত পিয়ারেলাল। ২০২১ অগাস্টে স্টার টিভি এ দুজনকেই ইন্ডিয়ান আইডলে উপস্থিত করেছিল। আইডলের একজন জুরি ছিল নেহা কাক্কা, ও গানটির কিছু কলি গেয়ে শোনায়। নেহার কণ্ঠে গানের আয়োজন করে ভীষণ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এখানে ইন্ডিয়ান আইডলের এপিসোডটি।
২। মোহে ভুল গেয়ে সাওারিয়া (১৯৫২)
৩। Aap Ki Nazro Ne Samjha
৪। Jo Wada Kiya Woh Nibhana Padega
৫। Baiyan Na Dharo (১৯৭০)
৬। Mera Saaya Saath Hoga (১৯৬৬)
৭। Nainon Mein Badra Chhaye
৮। Tumhi Mere Mandir Tumhi Meri Pooja (১৯৬৫)
৯। Tere Bina Zindagi Se Koi Shikwa To Nahin
১০। Satyam Shivam Sundaram (১৯৭৮)
১১। Tujhse Naraz Nahi Zindagi (১৯৮৩)
১২। Kabhi Kabhie Mere Dil Mein (১৯৭৬)
১৩। Saagar Kinare Dil Ye Pukare (১৯৮৫)
১৪। Dikhayii Diye Yun Ke Bekhud (১৯৮২)
১৫। Dil Hoom Hoom Kare (১৯৯৩)
রুদালি সিনেমার গান। লিখেছেন গুলজার ও সুর করেছেন ভুপেন হাজারিকা।
১৬। Meri Awaaz Hi Pehchaan Hai
সিনেমা Woh Kaun Thi সুর করেছেন Madan Mohan লিখেছেন Raja Mehndi Ali Khan
১৭। Lag Ja Gale (১৯৬৪)
১। মঙ্গল দ্বীপ জ্বেলে (১৯৮৩)
২। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা (১৯৬৫)
৩। আকাশ প্রদীপ জ্বলে
৪। কত নিশি গেছে নিদ হারা
৫। একবার বিদায় দে মা ঘুরে আসি
৬। আষাঢ় শ্রাবণ মানে নাতো মন (১৯৬৫)
মণিহার সিনেমার গান। লিখেছেন মুকুল দত্ত। সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।
Over the past seven decades since taking over power through a revolution, the party has transformed China from one of the poorest countries to the world’s second biggest economy and a superpower.
China keeps amazing the world with its exhilarating economic progress. The country with more than one billion people is now witnessing its third revolution since the creation of the Peoples’ Republic in 1949. Under President Xi Jinping, China is now asserting itself more forcefully as a global power, challenging the American dominated world order.
Follow Me