বড় পর্দায় দেশের পাঁচ দাপুটে পরিচালক অনিমেষ আইচ, অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকী, তৌকীর আহমেদ ও বদরুল আনাম সৌদের মুভি ভয়ংকর সুন্দর, আয়নাবাজি, ডুব, হালদা ও গহীন বালুচর দেখলাম।মুভি থিয়েটারে প্রতিটাই দেখতে গিয়ে মনে হয়েছে এতো সিনেমা না, নাটকের ছড়াছড়ি। অথচ তাদের তৈরি টেলিভিশনের বেশীর ভাগ নাটক আমার মনে হয় যেন একেকটা সিনেমা। এদের তৈরি টেলিভিশনের সেরা “সিনেমা” গুলোর কয়েকটি আমাদের রায়ান্স হলে প্রদর্শন করবো ভাবছি।
Comments are closed.