নতুন সরকার শপথ নিচ্ছে আজ। জনাব মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের নামী ও দামী বলে চিহ্নিত লোকের একটা তালিকা ধরে এসব পড়গ্রামের অতিথি ঠিক করা হয়। এবারো তাই হয়েছিল। কিন্তু সমস্যা বেধেছে মন্ত্রীসভায় ২ তরুনের অংশ নিয়ে। এলিট ক্লাসের এরা না। হলের গনরুমে বা ডাব্লিং করা ছেলে নাহিদ আর আসিফ এবার শপথ নিতে যাচ্ছে। অভ্যুত্থানের নেতার কোটায়। অভ্যুত্থানের সরকার হতে নয়, তার শরিকানা নিয়ে।
সরাসরি রাজপথ থেকে তার বন্ধুরা এসেছে বঙ্গভবনের ভাবগম্ভীর দরবার হলে। বন্ধুদের মন্ত্রী হবার শপথ দেখতে।
মজা করে সেলফি নিচ্ছে।
Follow Me