ইস্তেকবাল হোসেন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতাও কবি হিসেবে ছাত্রদের মাঝে তুমুল জনপ্রিয় ছিলেন।
১৯৮৯ সালে জাসদ সমর্থিত ছাত্রলীগের হয়ে ডাকসুর সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
আজ মিছিলে বন্যা হবে – আন্দোলনের কবিতা হিসাবে এটা জনপ্রিয় হয়েছিল।
আজ মিছিলে বন্যা হবে
আজ মিছিলে বন্যা হবো
কাল অসুরের চাবুক খেয়ে আর কতকাল চেপ্টে রবো ?
আজ মিছিলে বন্যা হবো ৷
ছটকা চাবুক আর খাবো না
লাল কচুরীর ফণাই হবো
আজ মিছিলে বন্যা হবে
আজকে আমি সামনে যাবো ৷
আজ মিছিলে ছয়টি চাকা
একটি কুসুম থেঁতলে দেবে
প্রত্যয়নের নীল লেফাফা
বুক পকেটে আজ নেবো না
পেছন ফিরে আজ চাবো না
হাতের মুঠোয় জীবন নেবো ৷
আজ খবরের প্রথম পাতায়
অজ্ঞাতনাম যুবক হবো
আজ মিছিলে ট্রাকের তলায়
কৃষ্ণচূড়ার পাঁপড়ি হবো ৷
আজ মিছিলে একটি ব্যানার
দিগ্বিদিকে ছিটকে যাবে
পেছন ফিরে আজ চাবো না
হাতের মুঠোয় জীবন নেবো ৷
আজ মিছিলের লকলকে জীব
লাল আগুনের ফুলকি হবো
আজ মিছিলে বন্যা হবে
আজকে আমি মিছিল হবো।।
——————————————–