শিক্ষার্থীরা, দ্রুতই রাজনীতির প্রধান শক্তি হয়ে সামনে আসুন।
ছাত্র জনতার সফল আন্দোলনের পর সরকার গঠন নিজে করলেন না, তবু করালেন। কিন্তু আপনারাতো আজ নীরব সুশীল হয়ে লুকিয়ে আছেন।
সরকারকে কার হেফাজতে রাখলেন? সেনাবাহিনী? নাকি অরক্ষিত?
এখন বিএনপি জামাতের গ্রিন সিগন্যাল ছাড়া কমিশন সদস্য বাড়াতে পারছেনা। কিছু দলের মাঠের হম্বিতম্বি তে শিক্ষা কমিটি বাতিলই করে দিল?
শিক্ষার্থীরা, আপনারা মাঠ ছেড়ে দিচ্ছেন কেন? আপনাদের সাথে মানুষ থাকবে, যেমন করে আগেও ছিল।