যখন কোন বই কেনার কথা ভাবি দেশে বিদেশে যেখানেই থাকি অনলাইনে অর্ডার করে ফেলি। ঢাকায় আমার কাজের ঠিকানায় ডেলিভেরি দেয়।
বইটা হাতে পেয়ে প্রথম কাজ হয় পিডিএফ করে আমাকে জানিয়ে দেয়া যে বইটা আমার পড়ার জন্য অনলাইনে দিয়ে দেয়া হয়েছে।

ছাপানো বইটার ডেলিভারী হাতে পাবার ২/৩ ঘণ্টার মাঝেই আমি পড়তে পারি সে আমি এয়ারপোর্ট বা হোটেল বা দূরের কোন ভ্রমনেই থাকিনা কেন।
এভাবে আমার একটা অনলাইন লাইব্রেরি গড়ে উঠেছে। চাইলে আপনিও বই পড়তে পারেন।
