ভারতের কম্পিউটার ইন্ডাস্ট্রির তূলনায় বাংলাদেশের সাইজ মাত্র ২.৫ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা ভারতের প্রায় ১৩ শতাংশ।
অথচ জিডিপি, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সূচকে বাংলাদেশ ও ভারত প্রায় একই কাতারে আছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে।
সেই বিচারে বাংলাদেশের বাজার ৫ গুন বড় হবে বলে এক্সপার্টরা ভাবছেন।
আজ এইচপি’র মিস্টার দিনেশনের সাথে কথা বলতে গিয়ে এই ধারণাটা পোক্ত হোল।
সামনের এই সময়ের জন্য প্রস্তুত হবার এখনই সময়।