কিভাবে ডিক্টেটর হওয়া যায়?
এটা নিয়ে সফল আর অসফল মিলিয়ে বেশ কজন সরকার প্রধানের আইডিয়াকে মডেল হিসাবে ধরা যায়। জার্মানির হিটলার, সোভিয়েতের স্টালিন, ইটালির মুসোলীনি, কোরিয়ার কিম জং, রুমেনিয়ার চসেস্কু, ফিলিপাইনের মার্কোস, তুর্কমেনিস্তানের নিয়াজভ এসব।
এর মাঝে শেখ হাসিনা তার অবস্থান তৈরী করেছেন বেশ কিছু ব্যতিক্রম সহ।
শেখ হাসিনা কি কি কিভাবে কখন করলেন তার একটা তালিকা করা যাক।
- আদর্শগত ভিত্তি
৭১ ও মুক্তিযুদ্ধের চেতনা - আইকন ফিগার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, দেশের ইতিহাসের প্রতি পর্যায়ের প্রধান ফিগার। - শক্ত পারিবারিক রাজনীতির বলয়
বঙ্গবন্ধু পরিবারের নতুন দুই সদস্য শেখ তন্ময় ও শেখ জুয়েল প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন। দশম জাতীয় সংসদে বঙ্গবন্ধু পরিবারের সাত সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ৯ সদস্যই প্রতিনিধিত্ব করছেন। নৌকা প্রতীকেই বঙ্গবন্ধু পরিবারের আটজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ হেলাল উদ্দিন, নূর-ই-আলম চৌধুরী লিটন, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ সারহান নাসের তন্ময় ও শেখ সালাউদ্দিন জুয়েল। এছাড়াও ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
এর মধ্যে শেখ সারহান নাসের তন্ময় শেখ হেলাল উদ্দিনের ছেলে। আর শেখ সালাউদ্দিন জুয়েল হলেন শেখ হেলাল উদ্দিনের ভাই।
প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম ও তার ভাই শেখ মারুফ। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই এমপি শেখ হেলাল,তার দুই এমপি ছেলে, শেখ তন্ময় ও শেখ জুয়েল।এছাড়াও রয়েছেন, শেখ হাসিনার ভাতিজা এমপি ব্যারিস্টার ফজলে নূর তাপসও শেখ ফজলে শামস। আত্মিয়দের মধ্যে রয়েছেন, ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লা তার ছেলে বরিশালের মেয়র সাদিক আব্দুল্লা। এছাড়াও রয়েছে, শেখ সেলিমের বোনের স্বামী যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী। আবুল হাসনাত আব্দুল্লার বোনকে বিয়ে করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা রশিদুল আলম তিনি মাহবুব আলম হানিফের ভাই। এর বাইরে রয়েছেন, প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই জাতীয় সংসদের প্রধান হুইপ নূর এ আলম চৌধুরী ও এমপি মজিবুর রহমান চৌধুরী(নিক্সন)। এর বাইরে শেখ হেলালের কন্যার জমাতা বিএনপি নেতা আন্দালিব রহমান পার্থও রয়েছেন আত্মীয়ের তালিকায়।
- গণতান্ত্রিক নির্বাচন ও সংবিধান
- সামরিক বাহিনী
- বিচার ব্যাবস্থা
- বেসামরিক প্রশাসন
- পুলিশ
- আঞ্চলিক সরকার ও রাজনীতি
- সমিতি, কমিটি
কোন শব্দটা পারফেক্ট হয়?
ডিক্টেটর
noun: dictator
person who behaves in an autocratic way.”for some reason he’s being a dictator—saying this is the way we’re going to do it”
টাইরান্ট
noun: tyrant
a ruler who exercises absolute power oppressively or brutally.
অটোক্র্যাট
noun: autocratic
taking no account of other people’s wishes or opinions; domineering.
অথরেটারিয়ান
adjective: authoritarian
favouring or enforcing strict obedience to authority at the expense of personal freedom.”the transition from an authoritarian to a democratic regime”