ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত জমিদারী প্রথা ১৫৮ বছর কার্যকরী ছিল।
তা বাতিল হয় পূর্ব পাকিস্তানে ১৯৫০ সালে, ভারতে ১৯৫১ সালে ও পশ্চিম পাকিস্তানে ১৯৫৯ সালে।
এই প্রথার শেষ দিকে সাধারণ কৃষক থেকে জমিদার যে টোল আর ট্যাক্স তুলতো তা থেকে সরকার পেত ৫৫.৬ শতাংশ আর বাকি ৫৪.৪ শতাংশ জমিদারের থেকে যেত। যদিও কর্ণ ওয়ালিশের ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের হাতে ১১ শতাংশ রেখে দেবার আইন হয়েছিল।
ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন জমিদার সভা ১৮৩৭ সালে দ্বারকানাথ ঠাকুরের নেতৃত্বে গঠন করা হয়েছিল।