ইতিহাসের প্রতিটা বাঁকের সাথে সাথে কোন একটা দেশের মানুষের মন জগতের পরিবর্তন ঘটে, পরিবারগুলোর গঠন, রীতিরও পরিবর্তন হতে থাকে।
আমরা দেখি ১৯৪৭ এর পরের পরিবার আগের সময়ের মতন না। ১৯৭১ এর পরেরটা আগেরটার মতন থাকে নাই। এসবই আজকের মানুষের মন গঠনে খুব বড় ভূমিকা পালন করেছে। আজকের রাজনীতি গড়ে উঠেছে এই মনের গড়নের উপরে।
এমন যদি হোত ১৯৪৭ এর ভাংগা গড়ার মর্মান্তিক চিত্রটা অনুপস্থিত। দেশটাকে ১৯৭১ এর রক্তাক্ত সময় পার করতে হয় নাই। সমাজ চলেছে বহতা নদীর মতন ১৯০৫ এর বাংলার উপর দাঁড়িয়ে।
তবে বাংলার এই মানুষ আজ অন্য মানুষ হোত।