“বিপ্লব” করলেন আপনার ভ্যানগার্ড কোথায়? আপনার ব্রিগেড কোথায়? “বিপ্লব” করলেন আপনি আর ওইটা পাহাড়া দিবে অন্যজন। এটা কখনো হয় নাকি?
আগস্টের ৫ তারিখে আপনাদের কি দুর্দান্ত অথোরিটি? সামরিক বাহিনীর প্রধানকে সরকার গঠনের উদ্যোগকে জনগণের সামনে প্রকাশ্যে ফিরিয়ে দেন। একটা রাগী, নিজ শক্তির গর্বে উজ্জীবিত সামরিক বাহিনী বিনা বাক্যব্যায়ে তা আবার মেনে নেয়।
কেন? কারণ আপনাদের পিছনের শক্তিটাকে পরিমাপ করে।
কয়েকঘন্টার মাঝে সুপ্রিমকোর্টের কাজ বন্ধ করে দিয়ে সেদিনেই তাদের নামিয়ে দেয়া, এগুলোতো বিপ্লবের ক্লাসিক্যাল উপাদান।
আনসার দমন, বন্যার ত্রানে মানুষকে জাগিয়ে তোলা – এগুলো সব দুর্দান্ত নজীর। সমাজের অন্য সব শক্তি আপনাদের পিছনের শক্তির সামনে মাথা নত করে আছে। সবার মানে পতিত আওয়ামীলীগ, ভারত, সামরিকবাহিনীর, বিএনপি জামাত, সবার একটাই টেনশন।
আপনাদের পিছনের শক্তিকে যদি আপনারা একটা দলীয় কাঠামোর মাঝে সংঘবদ্ধ করে ফেলেন। এটা হবে সবার জন্য সর্বনাশ।
যাই হোক। সবার সম্মিলিত চেষ্টায় আপনাদের রাশটা কিছুটা টেনে ধরতে পেরেছে।