টাকা সময় ও শক্তি।
কখনো মিলেমিশে এল না।
দিনলিপি ০১.০১.২০১২ : বেশ শীত, কেউ বীজ উঠানে শুকায়; ০২.০১.২০১২ : ডানা থেকে শিশির ঝাড়লো পাখি, ছাদে বুড়ো পায়রা ওড়ায়; ০৩.০১.২০১২ : হাজার হাজার বিপরীত শব্দ স্কুলের সবুজ ব্যাগে নিয়ে যাচ্ছে একদল শিশু। আমরা, তোমরা আর আমি তিরিশটা দিন কি লিখবো? পঞ্জিকার পাতায় একটি কালো পাখি নেমে যাচ্ছে শিকারের দিকে, নখের নিচেই ঢেউ শুধু ঢেউ। ৩১.০১.২০১২ : বসন্ত আসছে, এইরকম আশার স্বপ্ন আকাশও দেখছে না। (জাহিদ হায়দারের কবিতা)