মেলা প্রাঙ্গণে কথা হয় রকমারির বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী কাওছার সুইটের সঙ্গে। তিনি অর্থসূচককে বলেন, গ্রন্থমেলায় প্রকাশিত সব নতুন বইয়ের ক্ষেত্রে মেলার স্টলে প্রকাশকরা যে পরিমাণ মূল্য ছাড় দিচ্ছেন আমরাও সে পরিমাণ অর্থাৎ ২৫% হারে মূল্য ছাড় দিচ্ছি। তাছাড়া দেশের যে কোন প্রান্তে বসে বই অর্ডার দিলে আমরা পৌঁছে দিচ্ছি। এজন্য প্রতি অর্ডারে ক্রেতার কাছ থেকে ডেলিভারি চার্জ বাবদ নেওয়া হচ্ছে মাত্র ৩০ টাকা।
কাজী কাওছার সুইট আরও বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রকশনা থেকে প্রকাশিত ১ হাজার ৯শ’র বেশি নতুন বই রকমারির ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। রকমারির ৩৫ জনের টিম মেলায় সার্বক্ষণিক কাজ করছেন। যারা নিয়মিত প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করে লিস্ট করছেন।
মেলা চলাকালীন কি পরিমাণ বই বিক্রি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গত এই ১০ দিনে রকমারি থেকে ৪ হাজার ৪১৮টি বিষয়ের ১০ হাজারের বেশি বই বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় ১৮ লাখ টাকার মতো।
।।মার্চ ২০১৮।।