নাহিদ মাহফুজ মানে শিক্ষার্থীদের বলি – ভুল কইরেন না।
সরকারে আছেন বাইরেও আছেন ঠিকাছে। এই দুই ফ্রন্টের মধ্যে সরকারের বাইরের অংশটায় কিন্তু নাই হয়ে আছেন, যতটুকু আছেন ওই সরকারেই।
সরকারের আয়ু বড়জোর এক/দুই বছর, কারণ এটা অন্যের শক্তির উপর ভর করে দাঁড়িয়ে থাকা সরকার। তারপরও এসময়ের পরে ওখানে কোন কন্টিনিয়াশান নেই।
ফুলস্টপ। অনেক পরিশ্রমে যে মূল্যবান প্রস্তাবনা কমিশনগুলো দিয়ে বানালেন ওগুলো পরের সরকারের কাছে কাগজেই থাকবে।
আপনারাতো পরের সরাকারে নেই। রিটায়ার্ড।
আর যদি ভাবেন আবার আপনারা ডাকবেন, আর মানুষ আপনাদের ডাকে সাড়া দিবে। ওটা দিবেনা। যে আশা নিয়ে মানুষ এবার এতো ত্যাগ করলো, রাজনীতির অংশ হোল এগুলো সব ঝেড়ে ফেলবে। হতাশা থেকে।
একটা দুর্দান্ত রেইসের মাঝথেকে আপনাদের “অকারণে” গুটিয়ে নেয়াটা মানুষ স্বাভাবিক ভাবে নিবে না।