শেখ মুজিব '৫৪-এর যুক্তফ্রন্ট সরকারের সময় দুর্নীতি দমন বিভাগের মন্ত্রী থাকাকালে ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, 'আজ থেকে দেশে দুর্নীতি থাকবে না। আপনারা তিন পয়সার পোস্টকার্ডে আমার কাছে দুর্নীতি সংক্রান্ত খবর লিখে পাঠাবেন। আমি তার ব্যবস্থা করব। দেশকে দুর্নীতিমুক্ত করব।' জনগণ এ কথা ভুলতে পারেনি। কিন্তু দেশ দুর্নীতিতে ভরে যাওয়ায় সাধারণ মানুষ শেখ মুজিবের প্রতিও বিরূপ ধারণা পোষণ করত।